ডক্টর জি: ট্রেইলার ভালো কিন্তু ছবি?
ট্রেইলার দেখে মনে হয়েছিল গল্পটা ভালো। কিন্তু সিনেমা দেখে মন ভরলো না। সিনেমার চেয়ে বরং ট্রেইলারটাই বেশি ভালো ছিল।
প্রথমদিকে গল্প মজার এবং গতিশীল থাকলেও ধীরে ধীরে তা গতি এবং সৌন্দর্য হারিয়ে শেষমেশ একটা গড়পড়তা সিনেমায় পরিণত হয়েছে। একজন পুরুষ ডাক্তারের গাইনোকোলোজি প্র্যাকটিসের অভিজ্ঞতা নিয়েই পুরো সিনেমাটা করা যেত। তার বদলে সেখানে আরো নানা বিষয় জুড়ে দেয়া হয়েছে যা গল্পের ক্ষতি করেছে। গল্পটা বিভিন্ন দিকে আলো ফেলতে গিয়ে শেষে কোনোটাই ঠিকমত করে উঠতে পারেনি।
আয়ুষ্মান ক্ষুরানা ভিন্ন ধরণের গল্পের ছবিতে অভিনয় করেন দেখেই ছবিটি বেছে নিয়েছেন কিন্তু এখানে তিনি আলাদাভাবে কিছু করতে পারেননি কারণ তার চরিত্রে সেরকম কাজ করার কোনো সুযোগ ছিল না। রাকুল প্রিত সিং এর অবস্থা তো আরও খারাপ।
তার চেয়ে বরং শেফালী শাহ এর চরিত্রের কিছুটা কাজের সুযোগ ছিল এবং তিনি সেটা কাজে লাগানোর চেষ্টা করেছেন। আলাদাভাবে কেউই শক্তিশালী হয়ে উঠতে পারেননি এই ছবিতে, যার উপর ভর করে ছবিটা এগোবে। কিছু কিছু চরিত্র স্বল্প সময়ের জন্যে এসেছে, সেগুলোও তেমন গুরুত্বপূর্ণ নয়।