ডাবল সেঞ্চুরি দিয়ে অজয়ের বছর শুরু

অজয় দেবগনের জন্য নতুন বছর এর চেয়ে ভালো আর কীভাবে শুরু হবে? বছরের প্রথমেই মুক্তি পেল তাঁর ক্যারিয়ারের শততম ছবি ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। এই ছবিতেই তাঁর বিপরীতে নয় বছর পর অভিনয় করেছেন স্ত্রী কাজল।

১০ জানুয়ারি মুক্তির পর থেকে হিটের দিকেই এগোচ্ছিল ছবিটি।মুক্তির পর ১০০ কোটি আয়ের ঘরে পৌঁছাতে ছবিটির সময় লেগেছে মাত্র ছয় দিন। সেই সাথে বলিউডে ১০০ কোটি এবং ২০০ কোটি রুপি আয় করা এই বছরের প্রথম ছবি তানহাজি।

ছবিটির প্রযোজক অজয় স্বয়ং। ১০০ কোটিরও বেশি ব্যবসা করা এটা অজয় দেবগনের পঞ্চম ছবি।

বিজেপি ছবিটিকে বেশ ভালো প্রণোদনা দিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে করমুক্ত করা হয়েছে ছবিটি। প্রচারণাও চালানো হয়েছে জোরেসোরে।

মারাঠা যোদ্ধা তানহাজি মালুসারে এর জীবনকাহিনী এবং বীরত্বগাথা নিয়ে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন ওম রাউত। অজয়-কাজল ছাড়াও এই ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *