ডেজিগনেটেড সারভাইভার সিজন ওয়ান (২০১৬)
সিরিজটা শুরুই হয় আমেরিকার ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলার মধ্যে দিয়ে। সেখানে অধিবেশন চলা অবস্থায় হামলায় মারা যান প্রেসিডেন্টসহ মন্ত্রীসভার সকল সদস্য।
শুধুমাত্র হাউজিং অ্যান্ড আরবান ডেভলপমেন্ট সেক্রেটারি টম কার্কম্যান বেঁচে থাকেন কারণ তখন তিনি হোয়াইট হাউজে ছিলেন।
মন্ত্রীসভার একমাত্র জীবিত সদস্য হওয়ায় ডেজিগনেটেড সারভাইভার হিসেবে সেই রাতেই তিনি হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
এরপর নতুন প্রেসিডেন্টকে ঘিরে একে একে নানা ঘটনা ঘটতে থাকে। আচমকা মন্ত্রীসভার একজন কম গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রেসিডেন্ট হয়ে যাওয়া, ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলার রহস্য উন্মোচন নিয়ে এগোতে থাকে সিরিজটির গল্প। প্রতি মুহূর্তে নতুন টুইস্ট।
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে মার্কিন প্রেসিডেন্টকে যে কত কিছু সামলাতে হয় তার একটা ধারণা পাওয়া যাবে এই সিরিজ দেখলে।
মোট তিনটি সিজন রয়েছে সিরিজটির। প্রথম সিজনটি অন এয়ার হয় ২০১৬ সালে। মোট ২১টি এপিসোড রয়েছে এতে। গড়ে ৪০ মিনিট করে একেকটি এপিসোড।
সিরিজটিতে প্রেসিডেন্ট কার্কম্যানের ভূমিকায় অভিনয় করেছেন কিয়েফার সাদারল্যান্ড। সিরিজটা আবর্তিত হয়েছে তাকে ঘিরেই।
পাশাপাশি তার পার্সোনাল স্টাফ এবং হোয়াইট হাউজের সাথে জড়িত বিভিন্ন পর্যায়ের মানুষজন রয়েছেন।
কিছু কিছু ক্ষেত্রে গল্পকে অতিরঞ্জিত করা হয়েছে, কারণ যেই সমস্যাই আসুক সেটা প্রেসিডেন্ট এবং তার লোকেরা কোনো না কোনোভাবে ঠিক করে ফেলে। এটা চিত্রনাট্যের দুর্বলতা। তবে এরকম গল্প ভাবতে পারাটা সাহসের কাজ।
দীর্ঘ সিরিজ তাই হাতে সময় নিয়ে দেখতে বসাটাই ভালো।