ঢাকায় দেখানো হবে কসোভোর ছবি
ইউরোপের দেশ কসোভোর ছবি প্রদর্শিত হবে ঢাকায়।
আগামী ৫ ও ৬ জুন বাংলাদেশে অবস্থিত কসোভোর দূতাবাসের আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রথমদিন দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য ছবি হাইভ।
ছবিটি পরিচালনা করেছেন বেলের্তা বাসোল্লি।
২০২১ সালে নির্মিত ছবিটি বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
উৎসবের দ্বিতীয় দিনে দেখানো হবে সাতটি স্বল্পদৈর্ঘ্য ছবি।
দুই দিনই বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।