দেখে নিন অস্কার নমিনেশন পাওয়া ১০ ছবির ট্রেইলার

অস্কারের ৯৪তম আসরে সেরা ছবির মনোনয়ন পেয়েছে ১০টি ছবি। এর মধ্যে থেকে একটি ছবি জিতে নেবে সেরা ছবির অস্কার। চলুন দেখে নেয়া যাক অস্কার মনোনয়ন পাওয়া ১০টি ছবির ট্রেইলার।

১. বেলফাস্ট

ব্রিটিশ এই ছবিটি টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছিল। অস্কারে সেরা ছবিসহ মোট সাতটি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে ছবিটি। এটি পরিচালনা করেছেন কেনেথ ব্রানাঘ।

২. কোডা

২০১৪ সালের ফ্রেঞ্চ ছবি ‘লা ফ্যামিল বিলেয়ের” এর ইংলিশ রিমেক ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে। মোট তিনটি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে ছবিটি। ৭৯তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে দুটি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিল ছবিটি। এটি পরিচালনা করেছেন সিয়ান হেডের। যুক্তরাষ্ট্র, কানাডা এবং ফ্রান্স তিন দেশীয় কো প্রোডাকশনে নির্মিত হয়েছে কোডা।

৩. ডোন্ট লুক আপ

স্যাটায়ার এই ছবিটি পরিচালনা করেছেন অ্যাডাম ম্যাকয়। লিওনার্দো ডি ক্যাপ্রিও, জেনিফার লরেন্স, রব মরগ্যান, মার্ক রাইল্যান্স, কেট ব্লানশেট, মেরিল স্ট্রিপসহ এক ঝাঁক তারকা অভিনয় করেছেন ছবিটিতে। মোট চারটি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে ছবিটি। গোল্ডেন গ্লোবেও চারটি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিল ছবিটি।

৪. ড্রাইভ মাই কার

জাপানি ভাষার এই ছবিটি নির্মিত হয়েছে জনপ্রিয় লেখক হারুকি মুরাকামির ছোটগল্প অবলম্বনে। কান ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির প্রিমিয়ার হয়েছিল। সেরা চিত্রনাট্যসহ তিনটি পুরস্কার জিতেছিল ছবিটি। রাইসুকে হামাগুচি পরিচালিত ছবিটি চারটি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে। সেরা ছবির নমিনেশন পাওয়া প্রথম জাপানি ছবি এটি। গোল্ডেন গ্লোবে সেরা বিদেশি ভাষার ছবির পুরস্কার জিতেছে ছবিটি। অস্কারে সেরা ছবির পাশাপাশি সেরা বিদেশি ভাষার ছবি হিসেবেও নমিনেশন পেয়েছে এটি।

৫. ডুন

সায়েন্স ফিকশন এই ছবিটি পরিচালনা করেছেন ডেনিস ভিলেন্যুভে। ফ্র্যাংক হারবার্টের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। এর আরেকটি পর্ব নির্মিত হবে। মোট ১০ টি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে ছবিটি। ২০২৩ এর অক্টোবরে ছবিটির সিক্যুয়াল রিলিজ পাওয়ার কথা রয়েছে।

৬. কিং রিচার্ড

টেনিস তারকা দুই বোন ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবা এবং কোচ রিচার্ড উইলিয়ামস এর জীবনীভিত্তিক ছবি এটি। এতে নামভূমিকায় অভিনয় করেছেন উইল স্মিথ। ছবিটি পরিচালনা করেছেন রেইনালদো মার্কাস গ্রিন। মোট ছয়টি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে ছবিটি। গ্লোডেন গ্লোবে চারটি ক্যাটাগরিতে ছবিটি নমিনেশন পেয়েছিল এবং সেরা অভিনেতা (মোশন পিকচার ড্রামা) জিতেছিল।

৭. লিকরিশ পিজ্জা

শন পেন, ব্র্যাডলি কুপার অভিনীত ছবিটি চারটি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন পল থমাস অ্যান্ডারসন। গ্লোডেন গ্লোবে চারটি এবং ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে পাঁচটি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিল ছবিটি।

৮. নাইটমেয়ার অ্যালে

উইলিয়াম লিন্ডসে গ্রেসাম এর উপন্যাস নাইটমেয়ার অ্যালে অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। চারটি ক্যাটাগরিতে অস্কার নমিনেশন পাওয়া সাইকোলোজিক্যাল থ্রিলার ছবিটি পরিচালনা করেছেন গুয়েলমো দেল তোরো।

৯. দ্য পাওয়ার অব দ্য ডগ

এবার অস্কারে সর্বোচ্চ ১২টি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে ছবিটি। থমাস স্যাভেজের উপন্যাস দ্য পাওয়ার অব দ্য ডগ অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন জেন ক্যাম্পিওন। ছবিটিতে অভিনয় করেছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ, জেসে প্লেমোন্স। ৭৮তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়েছিল। সেখানে সেরা পরিচালক হিসেবে সিলভার লায়ন জিতেছিলেন জেন। গ্লোডেন গ্লোবে সাতটি নমিনেশন পেয়ে তিনটি পুরস্কার জিতেছে ছবিটি।

১০. ওয়েস্ট সাইড স্টোরি

বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ছবিটি ১৯৫৭ সালের একটি মঞ্চনাটক অবলম্বনে তৈরি। মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ঘরানার ছবিটি এবার অস্কারে সাতটি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে। গোল্ডেন গ্লোবে চারটি নমিনেশন পেয়ে তিনটিকেই পুরস্কার জিতেছে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *