দ্য রোমান্টিকস: ইয়াশ রাজ ফিল্মসের আদ্যপান্ত

ইয়াশ চোপড়া, যাঁর হাত ধরে অমিতাভ বচ্চনের ‘অ্যাংরি ইয়াং ম্যান’ ইমেজ তৈরি। যাঁর হাত ধরে সিনেমায় পথচলা শুরু শাহরুখ খানের।

হিন্দি সিনেমায় ইয়াশ চোপড়া নিজেই একটা ব্র্যান্ড। তাঁর হাতে তৈরি ইয়াশ রাজ ফিল্মস।

বর্তমানে যার দেখভাল করছেন ইয়াশ চোপড়ার বড় ছেলে আদিত্য চোপড়া। সাফল্যে যিনি ছাড়িয়ে গেছেন পিতাকেও।

কিন্তু প্রচার বিমুখ, আড়ালে থাকা আদিত্য চোপড়া হঠাৎ ক্যামেরার সামনে এলেন!

কেন?

তাদের ইয়াশ রাজ নিয়ে কথা বলতে। সিনেমা নিয়ে কথা বলতে। সিনেমাই যে আদিত্যর একমাত্র ধ্যানজ্ঞান, সেই ছোটবেলা থেকে।

নেটফ্লিক্সের নতুন ডকুমেন্টারি `রোমান্টিকস’ শুরু হয় হিন্দি সিনেমার সাথে জড়িত মানুষদের সাক্ষাৎকার নিয়ে।

তাদের বয়ানে উঠে আসে ইয়াশ চোপড়ার কথা। অভিনেতা, সাংবাদিক এবং প্রোডিউসাররা ইয়াশ চোপড়াকে নিয়ে কথা বলেন। জানান একদম শূন্য থেকে তাঁর শিখরে ওঠার গল্প।

সাথে যোগ দেন ইয়াশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া, ছেলে উদয় চোপড়া।

বড় ছেলে আদিত্য তখনও পর্দায় এসে উপস্থিত হননি। তিনি ক্যামেরার সামনে আসবেন এটা তো অবিশ্বাস্য। যে শোনে সেই বলে ‘অসম্ভব’।

চার পর্বের এই সিরিজটিতে প্রথমে ইয়াশ চোপড়া, তারপর আদিত্য চোপড়ার ফিল্ম জার্নি দেখানো হয়েছে।

আর এর সাথেই উঠে এসেছে হিন্দি সিনেমার অন্যতম বৃহৎ প্রযোজন সংস্থা ইয়াশ রাজ ফিল্মসের আদ্যপান্ত।

ভারতীয় সিনেমা নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্য মাস্ট ওয়াচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *