ধারাভি ব্যাংক (২০২২)
সুনীল শেট্টির ওয়েব ডেব্যু তাও ভিলেন হিসেবে! বয়সের ছাপ স্পষ্ট ছিল সুনীলের চেহারায়। তবে সেটা মানিয়ে গেছে ভালোভাবেই। থালাইভান চরিত্রের জন্য সুনীল ছিলেন পারফেক্ট চয়েস।
তার বিপরীতে পুলিশ কমিশনারের চরিত্রে বিবেক ওবেরয়। গ্যাংস্টার, পুলিশ- এসব চরিত্রেই বিবেককে বেশি মানায়।
আরও অনেকগুলো চরিত্র আছে। সবগুলোই যথেষ্ট ব্যাপ্তির। নতুন, পুরোনো অভিনেতা মিলিয়ে কাস্টিং খুব ভালো হয়েছে। ভালো অভিনয়ের জন্য চিত্রনাট্যের দুর্বলতা কিছুটা ঢাকা পড়েছে।
বিশেষ করে বাঙালি কসাইয়ের চরিত্রটা বেশ ইন্টারেস্টিং। শুটার জো-এর চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং ছিল।
কাস্টিং, সিনেমাটোগ্রাফি, অ্যাকশন এই তিনটা জিনিসের জন্য সিরিজটা দেখা যায়। কাহিনী গড়পড়তা। প্রথম সিজনে ১০ টা এপিসোড। প্রতিটা এপিসোড গড়ে ৪০ মিনিটের।