নতুন ছবি মুক্তির আগে ‘অস্কার চড়’ নিয়ে মুখ খুললেন উইল স্মিথ
অস্কার মঞ্চে উপস্থাপক ক্রিস রককে চড় মেরে ইতিহাস সৃষ্টি করেছিলেন অভিনেতা উইল স্মিথ। তারপর অনেক জল গড়িয়েছে। এমনকি পরবর্তীতে ভিডিও বার্তায় ক্রিস এবং তার পরিবারের কাছেও ক্ষমাও চেয়েছিলেন এই অভিনেতা। তবে কখনোই সেই ঘটনা নিয়ে খোলামেলা কথা বলেননি তিনি।
প্রথমবারের মত ‘অস্কার চড়’ নিয়ে কিছুটা বিস্তারিত কথা বলেছেন তিনি। যেখানে নিজের ছেলেবেলা, মানসিক অবস্থা এবং ঘটনা পরবর্তী নিজের অবস্থা নিয়েও কথা বলেছেন। এতদিন পরে কেন মুখ খুললেন উইল স্মিথ? অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে।
আগামী ২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে উইল স্মিথের নতুন সিনেমা ‘ইমানসিপেশন’। সেখানে একজন ক্রীতদাসের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। অস্কার চড় কান্ডের পরে এই প্রথম তার কোনো ছবি মুক্তি পাচ্ছে। সেই ঘটনার কোনো প্রভাব যেন ছবিটির উপর না পড়ে, হয়তো সেজন্যই ‘চড়’ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন উইল স্মিথ।
স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথ বিরল রোগে আক্রান্ত, যার কারণে তার মাথার চুল পড়ে যাচ্ছে। জাডার ন্যাড়া মাথা নিয়ে অস্কার মঞ্চে মজা করছিলেন ক্রিস রক। একসময় সহ্য করতে না পেরে মঞ্চে উঠে ক্রিসকে চড় মারেন উইল স্মিথ।
ট্রেভার নোয়ার ডেইলি শোতে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে উইল স্মিথ বলেন, ‘এটা নিয়ে তো অনেক কথা হয়েছে, অনেকে অনেকভাবে ঘটনাটাকে বিশ্লেষণ করেছেন। কিন্তু আমি বলবো, আমি আসলে সেদিন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। কেন সেটা হলো, সেটা এক বাক্যে বলা সম্ভব নয়। আমি এমন একজন মানুষ যে ছোটবেলায় বাবার হাতে মাকে মার খেতে দেখেছে। সেই ট্রমা থেকে আমি এখনও বের হতে পারিনি। অনেকদিন ধরে এসব আমি নিজের ভেতর আটকে রেখেছিলাম, কিন্তু সেদিন আর নিজেকে ধরে রাখতে পারিনি। অনেকদিনের জমানো ক্ষোভ সেদিন বেরিয়ে এসেছিল।’
একই শোতে উইল স্মিথ বলেন, এই ঘটনার পর তার নয় বছর বয়সী ভাতিজা একদিন তাকে জিজ্ঞেস করেছিল, সে কেন চর মারলো, সেদিন তিনি কোনো উত্তর দিতে পারেননি।
সূত্র: পিংকভিলা