নাইভস আউট এর সিক্যুয়াল কিনে নিল নেটফ্লিক্স
পরিচালক রায়ান জনসন পরিচালিত ২০১৯ সালের মার্ডার মিস্ট্রি ছবি ‘নাইভস আউট’ এর সিক্যুয়ালের স্বত্ত কিনে নিয়েছে নেটফ্লিক্স।
৪৫০ মিলিয়ন ডলার খরচ করে নাইভস আউট সিরিজের পরবর্তী দুটি নতুন ছবির স্বত্ত পেয়েছে নেটফ্লিক্স।
এখন পর্যন্ত কোন স্ট্রিমিং সাইটের সিনেমা স্বত্ত কেনার এটাই সর্বোচ্চ দর। তবে নেটফ্লিক্সে স্ট্রিম হওয়ার পাশাপাশি ছবিগুলো সিনেমা হলে রিলিজ পাবে কিনা তা ঠিক হয়নি।
ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেমস বন্ডখ্যাত তারকা ড্যানিয়েল ক্রেইগ। ডিটেক্টিভ বেনয়েট ব্ল্যাংকের চরিত্রে অভিনয় করেছেন ক্রেইগ।
ছবিটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন ক্রিস ইভান্স, আনার দে আর্মাস, জ্যামি লি কার্টিস, মাইকেল শ্যানন, ডন জনসন, টনি কোলেট্টে, ল্যাকিথ স্ট্যানফিল্ড, ক্যাথরিন ল্যাংফোর্ড, জায়েডেন মার্টেল এবং ক্রিস্টোফার প্লামার।
নাইভ আউট ছবিটি প্রযোজনা করে মিডিয়া রাইটস ক্যাপিটাল (এমআরসি)। ৪০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি মুক্তির পর আয় করে ৩১১.৪ মিলিয়র ডলার।
ছবিটির চিত্রনাট্যের জন্য ৯৩ তম অস্কারে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পেয়েছেন পরিচালক রায়ান জনসন।
জনসন পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে স্টার ওয়ার্স: দ্য লাস্ট জেডি অ্যান্ড লুপার।
সূত্র: ভ্যারাইটি, হিন্দুস্তান টাইমস, পিটিআই