পঞ্চায়েত: গ্রামীণ জীবন ও রাজনীতি নিয়ে সিরিজ
অ্যামাজন প্রাইম ভিডিও প্ল্যাটফর্মের জন্য এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছে দ্যা ভাইরাল ফিভার বা টিভিএফ। ছবিতে আছেন টিভিএফ এর স্টার জিতেন্দ্র কুমার। টিভিএফ পিচার্স, কোটা ফ্যাক্টরি এর মত ওয়েব সিরিজে দারুণ অভিনয় করেছেন তিনি। এই সিরিজেও বেশ ভালো অভিনয় করেছেন জিতু।
পঞ্চায়েত সচিবের চাকরি নিয়ে ফুলেরা গ্রামে এসে হাজির হন সদ্য ইঞ্জিনিয়ারিং শেষ করা অভিষেক ত্রিপাঠি। বড় হয়েছেন শহরে, তাই গ্রামের বিষয়ে প্রথম থেকে অনীহা ছিলো অভিষেকের। বেতন কম হলেও সরকারি চাকরি বলে গ্রামে চলে আসা। তবে তার ইচ্ছা এমবিএ করার এবং এই গ্রাম ও সরকারি চাকরি ছেড়ে দেয়ার।
কিন্তু যেহেতু আর কোন উপায় নেই আপাতত, তাই চলার জন্য সে পঞ্চায়েত সচিবের কাজ করতে থাকে। গ্রামের এই নি:স্তরঙ্গ জীবনে তার পরিচয় হয় গ্রাম প্রধান, গ্রাম প্রধানের স্বামী যিনিই আসলে প্রধানের সব কাজ করেন, ডেপুটি প্রধান এবং অফিস পিয়নের সাথে। এদেরকে ঘিরেই আবর্তিত হয় নানা কাহিনী। আর এসব কাহিনীর মধ্যে দিয়েই পরিবারের মত হয়ে ওঠেন এই মানুষেরা।
সময় কাটানোর জন্য বেশ ভালো ওয়েব সিরিজ। প্রথম সিজনে ৮টি এডিসোড। গড়ে আধা ঘণ্টা একেকটি এপিসোড।