পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান দেখেননি জনি ডেপ!

ক্যাপ্টেন জ্যাক স্প্যারো নামটা শুনতেই মাতাল এক মজার চরিত্রের কথা মনে পড়ে যায়। এই চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেতা জনি ডেপ।

তবে মজার বিষয় হচ্ছে জনি ডেপ নিজে কখনো এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি অর্থাৎ দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল ছবিটি দেখেননি। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি।

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় সাক্ষ্য দিতে আদালতে যেতে হয়েছিল তাকে। সেখানেই এই কথা জানান তিনি।

তিনি বলেন, ‘ছবিটি আমার দেখা হয়নি। কিন্তু ছবিটা বেশ ভালো করেছে। তাই তারা ফ্র্যাঞ্চাইজিটাকে চালিয়ে নিতে চেয়েছে এবং অনেকগুলো ছবি হয়েছে এই সিরিজের। সেগুলোতে অভিনয় করে আমি আনন্দ পেয়েছি।’

এই ছবির মাধ্যমেই তিনি তারকাখ্যাতি পান জানিয়ে জনি ডেপ বলেন, ‘পাইরেটস সিরিজটা ছিল আমার জন্য আলাদা এক অভিজ্ঞতা। এটা মানুষ লুফে নিয়েছিল। আমি দেখেছি কীভাবে মানুষ গেট টপকিয়ে হলে ঢুকেছে ক্যাপ্টেস জ্যাক স্প্যারোকে দেখার জন্য। ক্যাপ্টেন জ্যাক স্প্যারো সেজে মানুষ সিনেমা দেখতে গিয়েছে।’

পাইরেটস ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি হিট হওয়ার পর একে একে আরো চারটি সিক্যুয়াল ছবিতে তিনি অভিনয় করেন। ছবিগুলো হলো ডেড ম্যান্স চেস্ট, অ্যাট দ্য ওয়ার্ল্ডস এন্ড, অন স্ট্রেঞ্জার টাইডস, ডেড মেন টেল নো টেলস।

ডেপ আদালতে জানান, তার অভিনয়ে আসার কোন ইচ্ছা ছিলো না। তিনি বলেন, ‘আমার অভিনেতা হওয়ার কোন ইচ্ছা ছিল না। কিন্তু ব্যপারটা হচ্ছে ওরা অনেক টাকা দিত। সপ্তাহে ১২ হাজার ৮০০ ডলার। আমি অন্য কোন কাজ করে এত টাকা পাইনি।’

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *