পুষ্পা: ভরপুর এন্টারটেইনমেন্ট!
এ ধরণের ছবি বানানো হয় বড় পর্দার ম্যাস অডিয়েন্সের জন্য। হিরোকে দেয়া হয় অতিমানবীয় ক্ষমতা। ধুম ধারাক্কা নাচ গানে হলে পড়ে সিটি। এ ধরণের ছবির মূল লক্ষ্যই থাকে এন্টারটেইনমেন্ট।
পুষ্পাতে এন্টারটেইনমেন্ট আছে ভরপুর। নায়ককে দেয়া হয়েছে অবিশ্বাস্য ক্ষমতা! পুষ্পার প্রোডাকশন ডিজাইন দেখার মত। বিশেষ করে গানগুলো। গানের কোরিওগ্রাফি, নাচের স্টেপ সবকিছুতেই দর্শকদের বিনোদন দেয়ার প্রচেষ্টা ছিল। এবং সে প্রচেষ্টা সফল হয়েছে বলতেই হবে।
পুষ্পার চরিত্রে আল্লু অর্জুনের মতই সুপারস্টার কাউকে দরকার ছিল। যার জন্য দর্শকরা হলে যাবে। এসব দিক থেকে পুষ্পা সফল। আরেকটা বড় জিনিস গল্পটা দিক হারায়নি। মোটামুটি একটা গতিতে এগিয়েছে। যদিও গল্পে নতুনত্ব কিছু নেই। অ্যাকশন দৃশ্যগুলো ভালো। ভিএফএক্স এর কাজও বেশি ভালো হয়েছে।
খলচরিত্রে কমেডিয়ান সুনীল খুব ভালো করেছেন। অল্প সময়ের জন্য এসেও ফাহাদ ফাসিল বাজিমাত করেছেন। ছুটির দিনে আরাম করে দেখার মত ছবি।