প্রত্যাশা পূরণ করতে পারলো না জানে জান  

একই ছবিতে জয়দীপ আহলাওয়াত, বিজয় ভার্মা এবং কারিনা কাপুর। আর পরিচালক সুজয় ঘোষ। স্বাভাবিকভাবেই দর্শকদের প্রত্যাশা বেশি থাকবে।

 কিন্তু সেই প্রত্যাশার কাছাকাছিও যেতে পারেনি ছবিটি। এর মূল কারণ কাহিনীতে গন্ডগোল। থ্রিলার গল্পে অবশ্যই বিল্ড আপ এবং এন্ডিং সামঞ্জস্যপূর্ণ হতে হয়।

 এখানে রাইটাররা বিল্ড আপে সময় দিলেই ইতি টানতে গিয়ে যেন তাল হারিয়ে ফেলেছেন। আর এখানেই ছবিটা দর্শকদের হতাশ করেছে। 

অভিনয়ের দিক দিয়ে জয়দ্বীপ সবাইকে ছাড়িয়ে গেছেন। তার চরিত্রে কাজ করার সুযোগও বেশি ছিল। কারিনা কাপুর মোটামুটি। বিজয় ভার্মা বেশ পিছিয়েই আছেন এদের থেকে। অবশ্য সৌরভ সাচদেবা অল্প সময় থাকলেও বেশ ভালোই ছিলেন।

কালিম্পংয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালো লেগেছে। গল্পটাকে আরও মজবুত করতে পারলে ছবিটা ভালোই হতো।

২০০৫ সালে প্রকাশিত জাপানি লেখক কেইগো হিগাশিনোর বই দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লেখা হয়েছে।

গত বছরের ২১শে সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *