প্ল্যান এ প্ল্যান বি: কোন প্ল্যানই কাজ করেনি!
নেটফ্লিক্স ইন্ডিয়ার নতুন ছবি ‘প্ল্যান এ প্ল্যান বি’ ক্র্যাশ ল্যান্ডিং করেছে। কোন প্ল্যানিই এই ছবির ভরাডুবি আটকাতে পারেনি। রমকম ঘরানার ছবি, স্টার কাস্ট এবং যথাযথ মার্কেটিং নিয়েই ছবিটি চরমভাবে ব্যর্থ, কারণ সেই পুরোনো রমকম ধাঁচের গল্প, গৎবাঁধা অভিনয় আর বোরিং স্ক্রিপ্ট। যে কোন দর্শককে চরমভাবে হতাশ করতে পারবে ছবিটি। রিতেশ এবং তামান্নার ক্যারিয়ারে আরো একটি ফ্লপের সংখ্যা বাড়ানো ছাড়া এই ছবির আপাতত আর কোন সাফল্য নেই।