ফিল্মফেয়ারে গাঙ্গুবাই এবং বাধাই দো এর জয়জয়কার
মুম্বাইতে বসেছিল ৬৮তম ফিল্মফেয়ার পুরস্কারের জাঁকজমক আসর। এবারের আসরে সর্বোচ্চ পুরস্কার জিতেছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত গাঙ্গুবাই কাঠিওয়ারি ছবিটি। সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা পরিচালকসহ ১০টি বিভাগে পুরস্কার জিতেছে ছবিটি।
রাজকুমার রাও এবং ভূমি পেরনেকার অভিনীতি বাধাই দো ছবিটি পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী (সমালোচক), সেরা কাহিনী ও চিত্রনাট্যের পুরস্কার।
দেখে নেয়া যাক পুরস্কারপ্রাপ্তদের সম্পূর্ণ তালিকা:
সেরা ছবি: গাঙ্গুবাই কাঠিওয়ারি
সেরা ছবি (সমালোচক): বাধাই দো
সেরা অভিনেতা: রাজকুমার রাও (বাধাই দো)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিওয়ারি)
সেরা অভিনেতা (সমালোচক): সঞ্জয় মিশরা (ভার)
সেরা অভিনেত্রী (সমালোচক): ভূমি পেরনেকার (বাধাই দো), টাবু (ভুল ভুলাইয়া টু)
সেরা পরিচালক: সঞ্জয় লীলা বানসালি (গাঙ্গুবাই কাঠিওয়ারি)
সেরা পার্শ্ব অভিনেতা: অনীল কাপুর (যুগ যুগ জিও)
সেরা পার্শ্ব অভিনেত্রী: শিবা চাড্ডা (বাধাই দো)
সেরা মিউজিক অ্যালবাম: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিভা)
সেরা সংলাপ: প্রকাশ কাপাডিয়া এবং উৎকর্ষিনী ভাসিস্তা (গাঙ্গুবাই কাঠিওয়ারি)
সেরা চিত্রনাট্য: আকশেত ঘিলদিয়াল, সুমন অধিকারী, হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো)
সেরা কাহিনী: আকশেত ঘিলদিয়াল, সুমন অধিকারী (বাধাই দো)
সেরা নবাগত অভিনেতা: অংকুশ গেদাম (ঝুন্ড)
সেরা নবাগত অভিনেত্রী: আন্দ্রিয়া কেভিচুসা (আনেক)
সেরা নবাগত পরিচালক: জাসপাল সিং সাধু এবং রাজিব বারনাওয়াল (ভার)
আজীবন সম্মাননা: প্রেম চোপড়া
সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (কেসারিয়া, ব্রহ্মাস্ত্র)
সেরা গায়ক: অরিজিৎ সিং (কেসারিয়া, ব্রহ্মাস্ত্র)
সেরা গায়িকা: কবিতা শেঠ (রাঙ্গেসারি, যুগ যুগ জিও)
উদীয়মান সঙ্গীত প্রতিভার জন্য আরডি বর্মন পুরস্কার: জাহ্নবি শ্রিমানকার (ঢোলিরা, গাঙ্গুবাই কাঠিওয়ারি)
সেরা ভিএফএক্স: ডিএনইজি এবং রিডিফাইন (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিভা)
সেরা সম্পাদনা: নিনাদ খানোলকার (অ্যান অ্যাকশন হিরো)
সেরা পোশাক পরিকল্পনা: শীতল শর্মা (গাঙ্গুবাই কাঠিওয়ারি)
সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী, অমিত রায় (গাঙ্গুবাই কাঠিওয়ারি)
সেরা আবহ শব্দ: বিশ্বদীপ দীপক চ্যাটার্জি (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিভা)
সেরা আবহ সঙ্গীত: সঞ্চিত বালহারা, অঙ্কিত বালহারা (গাঙ্গুবাই কাঠিওয়ারি)
সেরা কোরিওগ্রাফি: ক্রুতি মাহেশ (ঢোলিরা,গাঙ্গুবাই কাঠিওয়ারি)
সেরা সিনেমাটোগ্রাফি: সুদীপ চ্যাটার্জি (গাঙ্গুবাই কাঠিওয়ারি)
সেরা অ্যাকশন: পারভেজ শেখ (বিক্রম ভেদা)
সূ্ত্র: ফিল্মফেয়ার, লেটেস্টলি, ইন্ডিয়ান এক্সপ্রেস