ফিল্মফেয়ারে শেরশাহ, সরদার উধাম এর জয়জয়কার
৬৭তম ফিল্মফেয়ার পুরস্কারে বেশিরভাগ পুরস্কার জিতেছে শেরশাহ এবং সরদার উধাম ছবিটি। তবে এর বাইরেও বেশ কিছু ছবি পুরস্কার জিতেছে। যেমন বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেবকে নিয়ে নির্মিত ‘এইট্টি থ্রি’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রনবীর সিং। ছবিটিতে তিনি কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন।
‘মিমি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কৃতি স্যানন। ‘সরদার উধাম’ ছবিতে সরদার উধাম সিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য সমালোচকদের রায়ে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ভিকি কৌশল। সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বিদ্যা বালান, ‘শেরনি’ ছবিতে অভিনয়ের জন্য।
সেরা ছবির পুরস্কার জিতেছে ‘শেরশাহ’। সমালোচকদের রায়ে সেরা ছবি হয়েছে ‘সরদার উধাম’।
৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার সম্পূর্ণ তালিকা
সেরা ছবি: শেরশাহ
সেরা ছবি (সমালোচক): সরদার উধাম
সেরা অভিনেতা: রনবীর সিং (এইট্টি থ্রি)
সেরা অভিনেতা (সমালোচক): ভিকি কৌশল (সরদার উধাম)
সেরা অভিনেত্রী: কৃতি স্যানন (মিমি)
সেরা অভিনেত্রী (সমালোচক): বিদ্যা বালান (শেরনি)
সেরা পরিচালক: বিষ্ণু বর্ধন (শেরশাহ)
সেরা পার্শ্ব অভিনেতা: পংকজ ত্রিপাঠি (মিমি)
সেরা পার্শ্ব অভিনেত্রী: সাই তামহানকার (মিমি)
সেরা মিউজিক অ্যালবাম: তানিশ্ক বাগচি, বি প্রাক, জাসলিন রয়্যাল, জাভেদ-মহসিন, বিক্রম মনট্রোসে (শেরশাহ)
সেরা গীতিকার: কাউসার মুনির, লেহরা দো (এইট্টি থ্রি)
সেরা গায়ক: বি প্রাক, মন ভারইয়া (শেরশাহ)
সেরা গায়িকা: আশিষ কৌর, রাতে লম্বিয়া (শেরশাহ)
সেরা অ্যাকশন: স্টিফান রিচার, সুনীল রড্রিগেজ (শেরশাহ)
সেরা আবহ সঙ্গীত: শান্তনু মৈত্র (সরদার উধাম)
সেরা কোরিওগ্রাফি: বিজয় গাঙ্গুলি, চাকা চাক (আতরঙ্গি রে)
সেরা সিনেমাটোগ্রাফি: অভিক মুখোপাধ্যায় (সরদার উধাম)
সেরা কস্টিউম: ভীরা কাপুর (সরদার উধাম)
সেরা সম্পাদনা: এ. শ্রিকার প্রাসাদ (শেরশাহ)
সেরা প্রোডাকশন ডিজাইন: মানসি ধ্রুব মেহতা, দিমিত্রি মালিচ (সরদার উধাম)
সেরা সাউন্ড ডিজাইন: দীপঙ্কর চাকি, নিহার রঞ্জন শ্যামল (সরদার উধাম)
সেরা ভিএফএক্স: সরদার উধাম
সেরা সংলাপ: দিবাকর ব্যানার্জি, বরুন গ্রোভার (সন্দীপ অর পিংকি ফারার)
সেরা চিত্রনাট্য: শুভেন্দু ভট্টাচার্য, রিতেশ শাহ (সরদার উধাম)
সেরা গল্প: অভিষেক কাপুর, সুপ্রতিক সেন, তুষার পারানজাপে (চন্ডিগর কারে আশেকি)
সেরা নতুন পরিচালক: সীমা পাহওয়া (রামপ্রসাদ কি তেরভি)
সেরা নতুন অভিনেতা: শর্বরী ওয়াঘ (বান্টি অর বাবলি টু)
সেরা নতুন অভিনেতা: ইহান ভাট (নাইন্ নাইন সংস)
আজীবন সম্মাননা: সুভাষ ঘাই
সূত্র: ফিল্মফেয়ার, হিন্দুস্তান টাইমস