ফিল্মফেয়ারে সেরা অভিনেতা ইরফান খান

৬৬তম ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন প্রয়াত অভিনেতা ইরফান খান। আংরেজি মিডিয়াম ছবির জন্য ফিল্মফেয়ার পেয়েছেন তিনি। এ নিয়ে ছয়টি ফিল্মফেয়ার গেল তাঁর ঘরে। পৃথিবীকে বিদায় জানালেও ইরফান থাকবেন তাঁর কাজের মধ্যে।

সমালোচকদের ভোটে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন, গুলাবো সিতাবো ছবিতে অভিনয়ের জন্য। সেরা ছবি হয়েছে থাপ্পাড়।

তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ওম রাঔত। সমালোচকদের ভোটে সেরা ছবি হয়েছে ইব আলে উ।

সেরা অভিনেত্রী হয়েছে তাপসী পান্নু, থাপ্পাড় ছবির জন্য। সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রী হয়েছেন তিলোত্তমা সোম, স্যার ছবির জন্য।

 সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন সাইফ আলী খান, তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র এর জন্য। সমালোচকদের রায়ে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন ফাররুখ জাফর, গুলাবো সিতাবো ছবির জন্য।

আরো যারা পেয়েছেন ফিল্মফেয়ার:

থাপ্পাড় ছবির জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন অনুভব সুশীলা সিনহা এবং মৃন্ময়ী লাগু ওয়াইকুল। গুলাবো সিতাবো এর জন্য সেরা সংলাপ রচয়িতার পুরস্কার পেয়েছেন জুহি চতুর্বেদী।

লুটকেস ছবির জন্য সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেয়েছেন রাজেশ কৃষ্ণ। জাওয়ানি জানেমান এর জন্য সেরা নবাগত অভিনেত্রী হয়েছেন আলাইয়া ফার্নিচারওয়ালা।

লুডোর জন্য সেরা সঙ্গীত পরিচালক হয়েছেন প্রীতম। সেরা গায়ক হয়েছেন রাঘব চৈতন্য, থাপ্পাড় ছবির এক টুকরা ধুপ গানের জন্য। মালাং এর টাইটেল সং গেয়ে সেরা গায়িকা হয়েছেন আশিষ কৌর।

আরও বেশ কয়েকটি ক্যাটাগরিতে দেয়া হয়েছে এ বছরের ফিল্মফেয়ার পুরস্কার।

সূত্র: ফিল্মফেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *