বাফটায় নোম্যাডল্যান্ড এর জয়জয়কার
ব্রিটিশ অ্যাকডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস, সংক্ষেপে পরিচিত বাফটা নামে। এবারের আয়োজন অর্থ্যাৎ ৭৪তম বাফটায় সেরা ছবির পুরস্কার জিতেছে আলোচিত ছবি নোম্যাডল্যান্ড।
সাতটি বিভাগে মনোনয়ন পাওয়া ছবিটি পুরস্কার জিতেছে চারটি বিভাগে। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী এবং সেরা সিনেমাটোগ্রাফি।
নোম্যাডল্যান্ড এর পরিচালক ক্লোই ঝাও একজন নারী। বাফটার ৫৩ বছরের ইতিহাস দ্বিতীয় নারী হিসেবে সেরা পরিচালকের পুরস্কার পেলেন তিনি। ১১ বছর আগে ‘দ্য হার্ট লকার’ ছবির জন্য প্রথম নারী হিসেবে সেরা পরিচালকের পুরস্কার জিতেছিলেন ক্যাথরিন বিগেলো।
ভেনিস এবং টরেন্টো চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়ে আলোচনায় আসে নোম্যাডল্যান্ড। এরপর গ্লোডেন গ্লোব মাত করে বাফটাও জিতে নিল ছবিটি। বাকি থাকলো কেবল অস্কার। যা ঘোষণা করা হবে এ মাসেই।
দ্য ফাদার ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন স্যার অ্যান্থনি হপকিন্স। এর মাধ্যমে ২৭ বছর পর আবারও বাফটা জিতলেন তিনি।
সেরা ব্রিটিশ ছবির পুরস্কার জিতেছে প্রমিজিং ইয়াং ওম্যান।
সূত্র: বিবিসি