বিস্ট অব ব্যাঙ্গালোর: দুর্বল চিত্রনাট্যে গড়পড়তা নির্মাণ
সিরিজটির অন্যান্য পর্বের তুলনায় এটি অনেকটাই দুর্বল। এর মূল কারণ মূল ঘটনাবলীর সাথে জড়িত যথেষ্ট তথ্য প্রমানের অভাব।
অন্য পর্বগুলোতে ভুক্তভোগী এবং কোনো কোনো ক্ষেত্রে মূল আসামীর ইন্টারভিউ করা হয়েছে। এখানে তার কিছুই পাওয়া যায়নি।
ফলে চিত্রনাট্যের জমাট ব্যাপারটা এখানে অনুপস্থিত রয়ে গেছে। আর সে কারণেই অনেকটাই গড়পড়তা হয়েছে পর্বটি। যদিও মূল অভিযুক্ত ভয়ংকর এবং নৃশংস একজন খুনি, ধর্ষক এবং নারী নির্যাতনকারী।
সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত নাটকীয় অংশগুলোর সিনেমাটোগ্রাফি সুন্দর হয়েছে। এটাই একমাত্র ইতিবাচক দিক।