ভালোবাসা দিবসে আবার আসছে লাভ আজকাল

২০০৯ সালের অন্যতম ব্যবসা সফল ছবি ছিল ইমতিয়াজ আলী পরিচালিত ‘লাভ আজকাল’। যাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন সাইফ আলী খান এবং দীপিকা পাড়ুকোন। দুই প্রজন্মের ভালোবাসার গল্প দেখানো হয়েছিলো ছবিটিতে। যাতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন সাইফ আলী খান।

১১ বছর পর ইমতিয়াজ আলী আবার নিয়ে এসেছেন লাভ আজকাল। এবারও দুই সময়ের গল্প বলেছেন তিনি। ১৯৯০ সালের একটি গল্প আর ২০২০ সালের একটি গল্প। এই ছবিতে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান এবং সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। কার্তিক অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে।

ছবিটির ট্রেইলার সম্প্রতি মুক্তি পেয়েছে। ভালোই সাড়া পেয়েছে ট্রেইলারটি। যদিও সংবাদমাধ্যমের কাছে সাইফ বলেছেন, তার ছবির ট্রেইলারটিই তার বেশি প্রিয়! মেয়ের তৃতীয় এই ছবির জন্য বরাবরের মতই শুভকামনা জানিয়েছেন তিনি।

২০১৮ সালে ২৩ বছর বয়সে কেদারানাথ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সারার। একই বছর সিম্বা ছবিতে অভিনয় করেন তিনি। দুটো ছবিই দারুণ ব্যবসা করেছে। লাভ আজকাল সারার তৃতীয় ছবি।

সূত্র: এনডিটিভি, জুম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *