ম্যাড মেন: বিজ্ঞাপনের গল্প নিয়ে তৈরি সেরা টিভি সিরিজ
বিজ্ঞাপনের জগৎ নিয়ে তৈরি অনবদ্য এক টিভি সিরিজ ’ম্যাড মেন’। এর প্রথম পর্ব প্রচারিত হয়েছিলো ২০০৭ সালের ১৯শে জুলাই, আর শেষ পর্ব প্রচারিত হয় ২০১৫ সালের ১৭ মে। আট বছর ধরে সাতটি সিজনে প্রচারিত হয় ৫২টি পর্ব।
১৯৬০ এর দশকে নিউইয়র্কের ম্যাডিসন অ্যাভিনিউ এর বিজ্ঞাপন জগতের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে মূল চরিত্র একজন ক্রিয়েটিভ ডিরেক্টর এর যার নাম ডন ড্র্যাপার। আর এই চরিত্রে অভিনয় করেছেন জন হ্যাম।
আজ বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় সিরিজ হলেও শুরুর দিকে ম্যাড মেন সিরিজ নিয়ে কারোরই কোন উচ্চাশা ছিলো না। সিরিজটি প্রচারিত হয়েছিলো এএমসি টিভি চ্যানেলে। এটাই ছিলো সেই চ্যানেলের প্রথম অরিজিনাল সিরিজ। এর আগে চ্যানেলটিতে পুরোনো দিনের সিনেমা দেখানো হতো এবং চ্যানেলটি তেমনভাবে পরিচিত ছিলো না।
ম্যাড মেন ছিলো এএমসি এর জন্য একটা এক্সপেরিমেন্ট। এমনকি ডন ড্র্যাপারের ভূমিকায় অভিনয় করা জন হ্যাম অভিনেতা হিসেবে ছিলেন একেবারেই নতুন মুখ।
এই টিভি সিরিজের মূল কারিগর ছিলেন ম্যাথু ওয়েইনার। তিনিই এটি নির্মাণ করেন। ম্যাড মেন নির্মাণের আগে তিনি এইচবিও চ্যানেলের জন্য ‘দ্য সোপরানোস’ সিরিজটি লিখেছিলেন ।
প্রথম সিরিজ প্রচারের পর দর্শকদের মধ্যে তেমন একটা সাড়া ফেলতে পারেনি ম্যাড মেন। তবে ২০০৮ সালে সমালোচক এবং গোল্ডেন গ্লোব ও অ্যামি অ্যাওয়ার্ডস এর মত বিভিন্ন পুরস্কারের মঞ্চে প্রশংসিত হয় সিরিজটি। এরপর আস্তে আস্তে জনপ্রিয়তা পেতে শুরু করে ম্যাড মেন।
আর এই জনপ্রিয়তার সূত্র ধরে পরবর্তীতে এএমসি অরিজিনাল সিরিজ হিসেবে প্রচারিত হয় ’ব্রেকিং ব্যাড’, ’দ্য ওয়াকিং ডেড’ এবং ’বেটার কল স্যাল’ এর মত দুর্দান্ত টিভি সিরিজগুলো।
সূত্র: বিজনেস ইনসাইডার, উইকিপিডিয়া