রিলিজের আগেই বাতিল ডন?
রনবীর সিং হচ্ছে নতুন ডন। এমন খবরে বলিউডে পড়ে গেছে তোলপাড়। বিশেষ করে ডন ভক্তদের মধ্যে। রনবীরকে নিয়ে অসংখ্য ট্রল করা হয়েছে। সিনেমার শুটিং শুরুর আগেই কোনো অভিনেতাকে এভাবে গণ খারিজ করে দেয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেনি। তার উপর ডন বলে কথা, অমিতাভ বচ্চন, শাহরুখ খানের লিগ্যাসি। স্বভাবতই অনেক চাপ।
ফারহান আখতারের উপর ভরসা রাখলে আবার মনে হয় নিশ্চয়ই দারুণ কিছু হবে। কারণ শাহরুখকে বাদ দিতে সাহস লাগে তার উপর এমন ফ্রাঞ্চাইজি যার দুটো ছবিই শাহরুখের করা।
এবার আসা যাক রনবীর সিংয়ের প্রসঙ্গে। যারা অভিনেতা হিসেবে তাকে খারিজ করছেন তারা হয়তো সাম্প্রতিক সময়ের ‘সিম্বা’, ‘সার্কাস’, ‘রকি আর রানী কি প্রেম কাহানি’র জন্য করছেন। বাণিজ্যিক ছবিতে রনবীর সিং নিজেকে প্রতিষ্ঠিত করলেও অভিনেতা হিসেবে তাকে একেবারে বাতিল করে দেয়া যায় না ‘ব্যান্ড বাজা বারাত’, ‘লুটেরা’, ‘রাম লীলা’, ‘দিল ধারাক নে দো’ ছবিগুলোর জন্য।
আরও বড় কথা। এখন যে রকম হচ্ছে সেরকমটাই হয়েছিল রনবীরের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’ এর আগে। তাকে দেখেই অনেকে রিজেক্ট করে দিয়েছিলেন। এদের মধ্যে করণ জোহরও রয়েছেন। যশরাজ ফিল্মসের ক্যান্টিনের রনবীরকে দেখে তিনি আদিত্য চোপড়াকে বলেছিলেন, ‘এই ছেলে হবে হিরো? তোমার কি মাথা খারাপ?’ আদিত্য চোপড়ার সিদ্ধান্ত ভুল ছিল না। আনুশকা শর্মা তখন স্টার, তার সাথে আনাড়ি রনবীর তালে তাল মিলিয়ে অভিনয় করেছিলেন।
লুটেরা ছবিতে সবচেয়ে বেশি অবাক করেছেন রনবীর। বিক্রমাদিত্য মোটওয়ানের মত পরিচালক যখন কোনো অভিনেতাকে কাস্ট করেন অনেক ভেবেচিন্তে করেন। তাদের মাথায় ব্যবসার চেয়ে আর্টের চিন্তাই বেশি থাকে। রনবীর কিন্তু মোটেও হতাশ করেননি বরং বেশ ভালোই করেছেন। জোয়া আখতারের ‘দিল ধারাকনে দো’ এবং ‘গাল্লি বয়’-তেও অভিনেতা রনবীরকে পাওয়া গেছে।
সঞ্জয় লীলা বানসালীর মত খুতখুতে ডিরেক্টর রনবীরকে নিয়ে তিনটি ছবি করেছেন ‘রাম লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’। অভিনয় না পারলে সঞ্জয়ের ছবিতে কাজের সুযোগ মিলতো না রনবীরের।
রনবীর সিং হচ্ছেন ডিরেক্টর’স অ্যাক্টর। ডিরেক্টর যেভাবে চাইবেন রনবীর সেভাবেই অভিনয়টা করবেন। কারণ রনবীরের মত এরকম বিভিন্ন ঘরানার ডিরেক্টরের সাথে এই সময়ের কোনো অভিনেতা কাজ করেননি।
সবশেষ, শাহরুখ, রনবীর ছাড়া আর কে হতে পারতো ডন?
ডনের জন্য শাহরুখের সেরা রিপ্লেসমেন্ট হতে পারতেন ঋত্বিক রোশান।
আমার মনে হয় রনবীরের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে ডন থ্রি। এমন একটা চরিত্রে সে অভিনয় করতে যাচ্ছে, যেই চরিত্রে দর্শক তাকে আগেই খারিজ করে দিয়েছে। বাতিল হওয়া রনবীর, ডন হিসেবে কেমন করেন সেটাই এখন দেখার বিষয়। চ্যালেঞ্জটা রনবীর এবং ফারহান আখতার দুজনের জন্যই সমান।