লক্ষন লোপেজ-এ নওয়াজউদ্দিন
আমেরিকান ছবি লক্ষন লোপেজ-এ অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ক্রিসমাসের গল্পের উপর নির্মিত হবে ছবিটি, এটি পরিচালনা করবেন রবার্তো গিরল্ট। এই বছরের শেষে ছবিটির শুটিং শুরু হতে পারে।
নওয়াজউদ্দিন বলেন, এই ছবির গল্প তাকে আকৃষ্ট করেছে। আর পরিচালক রবার্তোর উপর তার আস্থা আছে। লক্ষন লোপেজ নামটাও বেশ ইন্টারেস্টিং, যা তাকে ছবিটির ব্যাপারে উৎসাহী করেছে।
পরিচালক রবার্তো জানান, প্রথমে স্ক্রিপ্টটা পড়েই তিনি কিছু রিসার্চ করেন। তখনই এই ছবির জন্য নওয়াজউদ্দিনের কথা তার মাথায় আসে। নওয়াজউদ্দিনের বেশ কিছু কাজ তিনি দেখেছেন এবং তিনি বিশ্বাস করেন এই চরিত্রে নওয়াজ-ই পারফেক্ট!
নওয়াজউদ্দিন বর্তমানে রয়েছেন ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে। তার সাথে সেখানে আরও আছেন অভিনেতা মাধবন, সঙ্গীত পরিচালক এআর রেহমান, অভিনেতা কামাল হাসান, নির্মাতা শেখর কাপুর।
সূত্র: হিন্দুস্তান টাইমস