লেট মি আউট এর ১২তম প্রদর্শনী মঙ্গলবার

নাটকের নতুন দল তাড়ুয়া। তাদের প্রথম প্রযোজনা লেট মি আউট এর উদ্বোধনী প্রদর্শনী হয় গত বছরের  ১৭ এপ্রিল, বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।

দর্শকপ্রিয় নাটকটির ১২তম প্রদর্শনী হবে আগামী ২৮ জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যা ৭ টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

অ্যান্থনি ফ্লাকো এর উপন্যাস দ্য রোড আউট অব হেল, জেমস জেফ্রে পল এর উপন্যাস নাথিং ইজ স্ট্রেঞ্জ উইথ ইউ এবং ক্লিন্ট ইস্টউড এর সিনেমা চ্যাঞ্জেলিং থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি রচনা করেছেন রুনা কাঞ্চন।

মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আসলাম অরণ্য, সঙ্গীতের কাজ করেছেন রবিউল ইসলাম শশি ও ইসমাইল পাটোয়ারী। কোরিওগ্রাফিতে আছেন ফরহাদ শামীম এবং পোশাক পরিকল্পনা শাহনাজ জাহান এর। সহকারী নির্দেশক ও সমণ্বয়কারীর ভূমিকায় আছেন ইসতিয়াক হোসাইন। নাটকটির নির্দেশক বাকার বকুল।

হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেতে গিয়ে পুলিশ এবং প্রশাসনের জটিলতায় পড়া এক অসহায় মা এবং আত্মদ্বন্দ্বে ভোগা এক পুলিশ অফিসারের কাহিনীর মাধ্যমে লস অ্যাঞ্জেলেস শহরের ভয়াবহ এক নাগরিক জীবনের গল্প দেখানো হয়েছে নাটকটিতে।  

অগ্রিম টিকেট কাটতে যোগাযোগ করুন: ০১৭১৭০২৭৬৪৫, ০১৭১৬৩৮৯৭৫৪

টিকেট মূল্য: ৫০০/৩০০/২০০/১০০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *