শিল্পকলায় ১৫ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ১৫ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব।
আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩ মার্চ পর্যন্ত।
একযোগে ঢাকাসহ দেশের ৬৪ জেলায় এই উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবের উদ্বোধনী দিনে দেখানো হবে নুরুল আলম আতিকের ছবি লাল মোরগের ঝুঁটি।
সর্বমোট ৩৮টি ছবি প্রদর্শিত হবে এই উৎসবে।
সেই সাথে থাকবে চলচ্চিত্র বিষয়ক মাস্টার ক্লাস, চলচ্চিত্র বিষয়ক মত বিনিময় সভা, ১০টি জেলায় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স এবং অন্যান্য আয়োজন।