সাইফ-হৃত্বিককে নিয়ে বিক্রম ভেদার রিমেক
২০১৭ সালে মুক্তি পাওয়া সুপারহিট তামিল ছবি বিক্রম ভেদা রিমেক হচ্ছে বলিউডে। পুশকার-গায়ত্রী পরিচালিত ছবিটিতে বিক্রমের ভূমিকায় অভিনয় করেছিলেন আর মাধবন এবং ভেদার চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় সেতুপাথি। যেখানে মাধবন ছিলেন পুলিশ আর সেতুপাথি ছিলেন গুন্ডা। বেশ মারমার কাটকাট উত্তেজনাময় ছবিটি এবার হিন্দিতে রিমেক হচ্ছে। অল্প কিছুুদূর শুটিংও হয়েছে। হিন্দি রিমেকে পুলিশের ভূমিকায় থাকবেন সাইফ আলী খান আর গুন্ডার ভূমিকায় হৃত্বিক রোশান। অবশ্য প্রথমে হৃত্বিকের চরিত্রটি করার কথা ছিল আমির খানের। তবে স্ক্রিপ্ট নিয়ে সন্তুষ্ট না হওয়ায় প্রজেক্টটি থেকে বেরিয়ে যান আমির। আর সেখানে আসেন হৃত্বিক। হিন্দি রিমেকটিও পরিচালনা করবেন পুশকার-গায়ত্রী জুটি।