সেলফির ভরাডুবির আশঙ্কা

অক্ষয় কুমার এক সময় ছিলেন বলিউডের হিট মেশিন। যে বাজারে কারো ছবি চলতো না সেখানে অক্ষয় বলিউডকে দিতেন লাভের সন্ধান। তবে সেই চিত্র পাল্টেছে। বক্স অফিসে একের পর এক মুখ থুবড়ে পড়ছে খিলাড়ির ছবি।

গত বছর রাম সেতু, রক্ষা বন্ধন, সম্রাট পৃথ্বীরাজ কিংবা বচ্চন পান্ডে কোনোটারই অবস্থা বেশি ভালো ছিল না। আর এবার তো আরও ভরাডুবি। অক্ষয় কুমার ও ইমরান হাশমি অভিনীত সেলফি প্রথম দিনে আয় করেছে মাত্র আড়াই কোটি রুপি। যেখানে ফ্লপ হওয়ার পরও কার্তিক আরিয়ানের শেহজাদা প্রথম দিনে আয় করেছিল ৬ কোটি রুপি।

এর আগে অক্ষয়ের সবচেয়ে খারাপ ওপেনিংয়ের রেকর্ড ছিল ও মাই গড ছবিটির। ২০১০ সালে মুক্তি পাওয়া ছবিটি ওপেনিং ডে তে আয় করেছিল ৪ কোটি ২৫ লাখ রুপি।

মালায়লাম ছবি ড্রাইভিং লাইসেন্স এর হিন্দি রিমেক সেলফি ছবিটি। মালায়লাম ছবিটি ছিল ব্যবসা সফল।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *