সেলিম-জাভেদকে নিয়ে অ্যাংরি ইয়াং মেন
বলিউডের আলোচিত লেখক জুটি সেলিম-জাভেদকে নিয়ে নির্মিত হয়েছে ডকুমেন্টারি অ্যাংরি ইয়াং মেন।
তিন পর্বের ডকুমেন্টারি সিরিজটি মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইমে।
১৯৭০ এর দশকে সেলিম-জাভেদ জুটি তাদের যাত্রা শুরু করে।
সেলিম খান ইন্দোর থেকে বোম্বেতে এসেছিলেন অভিনেতা হতে। অন্যদিকে সেলিমের চেয়ে ১০ বছরের ছোট জাভেদ আখতার এসেছিলেন ভোপাল থেকে।
ঘটনাচক্রে দুজনের দেখা এবং তারপর জুটি বেধে সিনেমার স্ক্রিপ্ট লিখতে শুরু করেন তারা।
জাঞ্জির, দিওয়ার, শোলে এর মত সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন তারা।
১৯৭৩ সালে মুক্তি পাওয়া জাঞ্জির ছবিতেই প্রথম স্ক্রিপ্ট রাইটার হিসেবে নাম যায় তাদের। সিনেমার পোস্টারেও লেখা ছিল সেলিম-জাভেদ নামটি।
এর আগে বলিউডে সিনেমার পোস্টারে রাইটারদের নাম দেয়ার চল ছিল না। সেলিম-জাভেদ সেখানে বড় একটা পরিবর্তন নিয়ে আসলেন।
এক দশকে ২০টির মত ব্লকবাস্টার সিনেমা উপহার দেয়ার পর ভেঙে যায় এই লেখক জুটি।
সিরিজটিতে নিজেদের গল্প নিজেরাই ক্যামেরার সামনে বলেছেন সেলিম খান এবং জাভেদ আখতার।
সিরিজটি পরিচালনা করেছেন নম্রতা রাও।
যৌথভাবে প্রযোজনা করেছেন এই দুই লেখকের সন্তানেরা সালমান খান (সালমান খান ফিল্মস), ফারহান আখতার (এক্সেল এন্টারটেইনমেন্ট), জোয়া আখতার (টাইগার বেবি)।
সূত্র: এনডিটিভি