সোনালী মুখোশে ঢাকা প্রিয়াঙ্কা
বলিউডের চেয়ে হলিউডেই তিনি এখন বেশি ব্যস্ত। গায়ক স্বামী নিক জোনাসের সাথে থিতু হয়েছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। তবে কাজের জন্য দীর্ঘদিন ধরে আটকে আছেন লন্ডনে। ‘টেক্সট ফর ইউ’ ছবির শুটিংয়ের জন্য এসেছিলেন লন্ডনে। তারপর লকডাউনের কারনে আর ক্যালিফোর্নিয়ায় ফেরা হয়নি তাঁর।
নতুন আরেকটি সিরিজের কাজ শুরু করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। ‘সিটাডেল’ নামের এই সিরিজটি পরিচালনা করছেন রুশো ব্রাদার্স। এর আগে ‘এন্ড গেম’ এবং ‘ইনফিনিটি ওয়ার’ এর মত ছবি পরিচালনা করেছেন তাঁরা। এই সিরিজে প্রিয়াঙ্কার সাথে পর্দায় দেখা যাবে ‘গেম অব থ্রোন্স’ এবং ‘বডিগার্ড’-এ অভিনয় করা রিচার্ড ম্যাডেনকে।
সোনালী মুখোশে ঢাকা প্রিয়াঙ্কা ছবিটি তুলেছেন ‘সিটাডেল’ সিরিজের সেট থেকে।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস