স্ট্যান্টম্যান থেকে ডিরেক্টর
গত ৫ আগস্ট মুক্তি পেয়েছে ব্র্যাড পিট এবং সান্দ্রা বুলক অভিনীত ‘বুলেট ট্রেন’ ছবিটি। বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে ছবিটি। মুক্তির দিনে ৩০.১ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ছবিটি।
বুলেট ট্রেন ছবিটি পরিচালনা করেছেন পরিচালক ডেভিড লেইচ। যিনি ডেভিড ফিঞ্চ পরিচালিত ফাইট ক্লাব ছবিতে ব্র্যাড পিটের স্ট্যান্টম্যান হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও আরো চারটি ছবিতে ব্র্যাড পিটের স্ট্যান্টম্যান হিসেবে কাজ করেন লেইচ।
স্ট্যান্টম্যান থেকে স্ট্যান্ট কো-অর্ডিনেটর, সেকেন্ড ইউনিট ডিরেক্টর থেকে পুরোপুরি ডিরেক্টর বনে যান লেইচ।
২০১৪ সালে জন উইক ছবির মাধ্যমে পরিচালনায় আসেন লেইচ। চাদ স্ট্যালেস্কির সাথে যৌথভাবে ছবি পরিচালনা করলেও পরিচালক হিসেবে তার নাম যায়নি, শুধুমাত্র চাদ স্ট্যালেস্কির নাম গিয়েছিল। স্ট্যালেস্কি নিজেও ছিলেন একজন সাবেক স্ট্যান্টম্যান।
এরপর ২০১৭ সালে ‘অ্যাটমিক ব্লন্ডি’ ছবিটি দিয়ে পরিচালকের খাতায় অফিশিয়ালি নাম লেখান লেইচ। এই ছবিতে অভিনয় করেন শার্লিজ থেরন।
এরপর একে একে লেইচ নির্মাণ করেন ডেডপুল টু (২০১৮), হবস অ্যান্ড শ (২০১৯)।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার