হলিউডে অভিষেক হচ্ছে আলিয়ার
গাঙ্গুবাই কোঠেওয়ারি ছবির প্রচারণায় ব্যস্ত সময় কাটছে আলিয়ার। মুুক্তির পর প্রথম সপ্তাহেই ১০০ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি।
এর মধ্যে এলো তার হলিউড অভিষেকের খবর। নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ ছবির মাধ্যমে হলিউডে যাত্রা শুরু করছেন ভাট কন্যা। স্পাই থ্রিলার এই ছবিতে আলিয়ার সাথে থাকবেন ইসরায়েলি অভিনেত্রী গাল গদোত। ছবিটি পরিচালনা করেছেন টম হার্পার।
এছাড়াও আলিয়ার হাতে আছে বেশকিছু ছবি। এর মধ্যে রয়েছে আয়ান মুখার্জির ব্রহ্মাস্ত্র, রকি অর রানী কি প্রেম কাহানি, ডার্লিংস এবং জি লে জারা। আগামী সেপ্টেম্বরে ব্রহ্মাস্ত্র মুক্তির কথা রয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস