৯৫তম অস্কারে সেরা যারা
এ বছর অস্কারের বিভিন্ন বিভাগের সেরা পুরস্কারগুলো ঘোষণা করা হয়েছে। এবার সর্বোচ্চ ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছিল এভরিথিং এভরিহ্যোয়ার অল অ্যাট ওয়ান্স। সেরা ছবি, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রীসহ সাতটি শাখায় পুরস্কার জিতেছে ছবিটি।
প্রথম এশিয়ান অভিনেত্রী হিসেবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন মিশেল ইয়োহ।
সেরা বিদেশি ভাষার ছবিসহ চারটি শাখায় পুরস্কার জিতেছে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট।
অস্কারজয়ীদের পুরো তালিকা দেখে নিন:
সেরা ছবি: এভরিথিং এভরিহ্যোয়ার অল অ্যাট ওয়ান্স।
সেরা পরিচালক: ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শিনার্ট, এভরিথিং এভরিহ্যোয়ার অল অ্যাট ওয়ান্স।
সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেসার, দ্য হোয়েল।
সেরা অভিনেত্রী: মিশেল ইয়োহ, এভরিথিং এভরিহ্যোয়ার অল অ্যাট ওয়ান্স।
সেরা পার্শ্ব অভিনেতা: কে হুয়ে কোয়ান, এভরিথিং এভরিহ্যোয়ার অল অ্যাট ওয়ান্স।
সেরা পার্শ্ব অভিনেত্রী: জেমি লি কার্টিস, এভরিথিং এভরিহ্যোয়ার অল অ্যাট ওয়ান্স।
সেরা মৌলিক গান: নাটু নাটু, আরআরআর।
সেরা অরিজিনাল স্কোর: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট।
সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং: দ্য হোয়েল।
সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার।
সেরা সিনেমাটোগ্রাফি: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট।
সেরা মৌলিক চিত্রনাট্য: এভরিথিং এভরিহ্যোয়ার অল অ্যাট ওয়ান্স।
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: উইমেন টকিং।
সেরা সাউন্ড: টপ গান: ম্যাভরিক।
সেরা ফিল্ম এডিটিং: এভরিথিং এভরিহ্যোয়ার অল অ্যাট ওয়ান্স।
সেরা প্রোডাকশন ডিজাইন: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট।
সেরা ভিজ্যুয়াল এফেক্টস: অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার।
সেরা বিদেশি ভাষার ছবি: অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট।
সেরা অ্যানিমেটেড ফিচার: গুইলেরমো দেল তেরোস পিনোচিও।
সেরা ডকুমেন্টারি ফিচার: নাভালনি।
সেরা লাইভ অ্যাকশন শর্ট: অ্যান আইরিশ গুডবাই।
সেরা ডকুমেন্টারি শর্ট: দ্য এলিফ্যান্ট হুইসপার্স।
সেরা অ্যানিমেটেড শর্ট: দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স।
সূত্র: বিবিসি, এবিসি নিউজ।