গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ পুরস্কার জিতলো এমিলিয়া পেরেজ
৮২তম গোল্ডেন গ্লোব পুরস্কারে সর্বোচ্চ ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছিল এমিলিয়া পেরেজ।
জিতেছে চারটিতে, এটাই এ বছরের গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ পুরস্কার জেতা ছবি।
জ্যাক অদিয়ার পরিচালিত ছবিটিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জোয়ি সালদানা।
দ্য ব্রুটালিস্ট ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অড্রিয়ান ব্রডি। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন ব্র্যাডি করবেট।
টেলিভিশন বিভাগে সর্বোচ্চ পুরস্কার জিতেছে শোগান।
সূত্র: ভ্যারাইটি, হলিউড রিপোর্টার