আ ওয়ার্কিং ম্যান নিয়ে আসছেন জেসন স্ট্যাথাম
আগামী ২৮ মার্চ মুক্তি পাবে জেসন স্ট্যাথামের নতুন ছবি আ ওয়ার্কিং ম্যান।
দ্য ট্রান্সপোর্টার, দ্য এক্সপ্যান্ডাবলস, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর মত অ্যাকশন ফ্রাঞ্চাইজিতে অভিনয় করে অ্যাকশন ঘরানার ছবিতে নিজেকে অপরিহার্য করে তুলেছেন জেসন স্ট্যাথাম।
নতুন ছবিতেও অ্যাকশনের কমতি থাকছে না।
গত বছর একটাই ছবি করেছিলেন তিনি, দ্য বিকিপার। সিনেমা হল এবং ওটিটি প্ল্যাটফর্ম দুটোতেই বাজিমাত করেছে ছবিটি।
হল থেকে ১৫৩ মিলিয়ন ডলার আয় করে ছবিটি। পরে মুক্তি পায় প্রাইম ভিডিওতে। সেখানেও দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছেন ছবিটি দেখতে।
সূত্র: স্ক্রিন র্যান্ট