নেক্সট ডোর নেইবার: সারপ্রাইজিংলি গুড!
সুন্দর একটি রোমান্টিক কমেডি নাটক। পরিচালক মাহমুদা সুলতানা রিমা চমকে দিয়েছেন সবাইকে। গড়পড়তা গল্প কিন্তু প্রেজেন্টেশনে বাজিমাত।
পার্থ শেখ এবং আইশা খানের জুটি ভালো লেগেছে। দুজনকেই আগের তুলনায় অনেক ম্যাচিউর মনে হয়েছে।
অসাধারণ কমিক টাইমিংয়ের জন্য নাটকটা ভালো লেগেছে। জোর করে হাসানোর কোনো চেষ্টা নেই। অভিনয়, ডায়লগে দর্শকদের হাসি চলে আসবে।
সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং চমৎকার। টেকনিক্যাল এবং কনটেন্ট দুই দিক থেকেই দারুণ কাজ হয়েছে।