এই মুহূর্তের তিন গল্প

সমসাময়িক বিভিন্ন ঘটনাকে বিনির্মাণ করা হয়েছে তিনটা গল্পে। তিনজন নির্মাতা তিন প্রজন্মের বলা যায়, তাই তাদের গল্প বলার ধরণও আলাদা।

তিনটি গল্পের মধ্যে বেশি ভালো লেগেছে আবহার আতহারের গল্প এবং নির্মাণ। বিশেষ করে ডায়লগ। নির্মাণে ওয়েস অ্যান্ডারসনের কিছুটা ছোঁয়া আছে।

এরপর পিপলু আর খানের গল্পের বিষয়বস্তু ভালো লেগেছে। গল্পটার বক্তব্যও ভালো লেগেছে। সারা জাকের পর্দায় অনেকদিন পর আসলেন। জাহিদ হাসানকেও ওটিটিতে দেখা গেল, তবে এদের কারোরই তেমন কাজ করার মত কিছু ছিল না। দুটো চরিত্রই খুব সাদামাটা।

মেজবাউর রহমান সুমনের নির্মাণ ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফিও ভালো লেগেছে। এই ছবিটির ভিএফএক্স-এর কাজও ভালো।

সব মিলিয়ে ভিন্ন রকম নির্মাণ তবে আহামরি কিছু না। তবে দেখতে ভালো লাগবে। গোছানো প্রোডাকশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *