কেজিএফ চ্যাপ্টার টু: পয়সা উসুল ছবি

এ ধরণের বিগ প্রজেকশনের ছবি দেখতে হয় হলে বসে। দর্শকের হৈ চৈ, করতালি এই ছবির প্রাপ্তি। চ্যাপ্টার ওয়ান হিট হওয়ার পর চ্যাপ্টার টু নিয়ে দর্শকের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সেই প্রত্যাশার অনেকটাই পূরণ করেছে চ্যাপ্টার টু। নতুন নতুন ক্যারেক্টার এসেছে। বিশেষ করে সঞ্জয় দত্ত এবং রাভিনা টেন্ডন নতুন আকর্ষণ তৈরি করেছেন। যদিও রকিকে জায়গা দিতে গিয়ে সঞ্জয় এবং রাভিনা দুজনেরই স্ক্রিন প্রেজেন্স অনেকটাই কমেছে।

সঞ্জয় দত্তকে আরো সময় দেয়া উচিত ছিল। রাভিনা টেন্ডনের ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড ঠিকভাবে না আসায় মনে হয়েছে হুট করেই তিনি ক্ষমতায় চলে এসেছেন।

চ্যাপ্টার থ্রির জন্য কাহিনী রেখে দেয়া হয়েছে তবে সেটা কতটা দর্শকের প্রত্যাশা পূরণ করবে সেটা বলা কঠিন। কাহিনীর দিক থেকে এখনো চ্যাপ্টার ওয়ান-ই এগিয়ে আছে। চ্যাপ্টার টু ভিএফএক্স এবং বিগ অ্যারেঞ্জমেন্ট এর কারণে এগিয়ে আছে তবে কাহিনী বেশ দূর্বল।

রকি ক্যারেক্টারেই সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে। রকির মেকআপ, গেটআপ, কস্টিউম সব ভালো ছিল। সিনেমাটোগ্রাফি ভালো, ভিএফএক্স এর কাজও বেশ নজরকাড়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *