খোসলা কা ঘোসলা (২০০৬)
সারা জীবনের কষ্টের টাকায় কেনা এক খণ্ড জমি। পরিবারের সবাইকে নিয়ে একটু আরামে থাকা, এইতো মধ্যবিত্তের চাওয়া। কিন্তু সেই জমি যদি বেদখল হয়ে যায় এবং আবার সেই জমি যদি দখলদারের হাত থেকে কিনতে বলা হয়, তখন আসলে কেমন লাগে? জীবনের সব সঞ্চয় দিয়ে যেই সম্পদ কেনা হলো সেটা মুহূর্তেই দখলদারের হাতে চলে গেল অথচ আপনার কিছুই করার নেই! এরকম ঘটনা হয়তো আমরা শুনেছি, হয়তো কারো জীবনে ঘটেছে। এমনই এক জীবন ঘনিষ্ঠ গল্প নিয়ে তৈরি খোসলা কা ঘোসলা। ছবিটির জন্য দূর্দান্ত স্ক্রিপ্ট লিখেছেন জয়দেব সাহনি, পরিচালনা করেছেন দিবাকর ব্যানার্জি। এই ছবিতে বোমান ইরানি ভিলেনের চরিত্রে অ-সা-ধা-র-ণ অভিনয় করেছেন। অনুপম খেরসহ বাকি অভিনেতা-অভিনেত্রীরাও দারুন অভিনয় করেছেন। ছবিটির বাজেট ছিল মাত্র ৩ কোটি ৭৫ লাখ রুপি।