গয়নার বাক্স (২০১৩)
গ্রামের একজন অতি সাধারণ গৃহবধূ। বিয়ের পর পর স্বামীকে দেখলে ভয়ে যার হাত-পা কাঁপতো। তোতলা এই সাধারণ গৃহবধূই নারীই এক সময় সংসারের হাল ধরেন। তার বুদ্ধিতে উন্নতি হয় অকমর্ণ্য স্বামীর। আর সেই গৃহবধূটি এই সাহস পান গয়নার বাক্সের জোরে। কীভাবে পেলেন এই গয়নার বাক্স। সেটাই তো এক রহস্য। তবে শুধু রহস্য নয়, রহস্যের সাথে হাস্যরসও আছে। ভূতের এই ছবিটি নির্মাণ করেছেন গুনী নির্মাতা, অভিনেত্রী অপর্ণা সেন। মূল ভূমিকায় অভিনয় করেছেন কংকনা সেনশর্মা, শ্বাশ্বত চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোটগল্প রাসমনির সোনাদানা অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লেখা হয়েছে।