গুলমোহর যেন এক উপন্যাস
ছবি দিয়ে তৈরি এক উপন্যাস যেন। গুলমোহর দেখার পর এমনই অনুভূতি হলো। গুলমোহর ভিলার গল্প নিয়ে ছবিটি। একই ছাদের নিচে থাকতে গেলে পরিবারের সদস্যদের সব ক্ষেত্রে মতের বনিবনা হবে না সেটাই স্বাভাবিক।
সেই সাথে প্রতিটি পরিবারেই থাকে কিছু সিক্রেটস, যেটার মুখোমুখি কেউ সাধারণত হতে চায় না। তারপরও মানুষ পরিবার নিয়েই বাঁচে। মান-অভিমান শেষে ফিরে আসে ঘরে, আপন মানুষগুলোর কাছে।
গুলমোহর ভিলার বাত্রা পরিবারের গল্পটা আমাদেরও গল্প। আমাদের জীবনের সাথে কখনো মিলে যায় কখনোবা মিলে যায় আমাদের চারপাশের সাথে।
মান অভিমান, দ্বিমত সত্যেও পরিবারে মিশে যাওয়া, পরিবারের সাথে থাকা এটাই আমাদেরকে পূর্ণ করে তোলে। গুলমোহরে সেই পূর্ণতার গল্পই বলেছেন রাহুল ভি চিট্টেলা।