গুল্লাক (২০১৯)

ছিমছাম, সাদামাটা গল্প। মফস্বলের মধ্যবিত্ত এক পরিবারের দিন যাপনের গল্প। মফস্বলের যে কারো দেখে মনে হবে এ তো আমারই গল্প, আমাদেরই গল্প। এমনই হৃদয়ের কাছাকাছি সিরিজ এটা। পরিবারের প্রতিদিনের কথা কাটাকাটি, খুনসুটি, ঝগড়া এবং ভালোবাসার সবকিছু নিয়ে গুল্লাক।

সামান্য বিষয়ে দুই ভাইয়ের মারামারি, বাবা-মায়ের নিত্যদিনের কথা কাটাকাটি, লোডশেডিংয়ে পুরো পরিবার ছাদে গিয়ে আড্ডা দেয়া সহ অসংখ্য ছোট ছোট ঘটনা মিলিয়ে দারুণ সুন্দর একটা সিরিজ। মায়ের চরিত্রে গীতাঞ্জলি কুলকার্নি অনবদ্য অভিনয় করেছেন। বাবার চরিত্রে জামিল খানও অসাধারণ।

হিন্দিতে গুল্লাক বলতে বোঝায় মাটির ব্যাংক। এই সিরিজের টাইটেল সংটাও দারুণ, জিন্দেগি ইয়াদো কি গুল্লাক হ্যায়। অর্থ্যাৱ জীবন হচ্ছে স্মৃতির ব্যাংক।

ভয়েস ওভার, ডায়লগ দুটোই দারুণ। প্রথম সিরিজের ব্যাপক জনপ্রিয়তার পর আরো দুটি সিজন এসেছে। সিরিজটি রয়েছে সনি লিভ অ্যাপে আর সিরিজটি বানিয়েছে টিভিএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *