গ্রিন আমব্রেলা (২০১৪)
ছবির মূল চরিত্র ১০ বছর বয়সী ছেলে মেহরান। তার বাবা-মা আলাদা হয়ে যাবে। সে থাকে মায়ের কাছে। একদিন খেলতে খেলতে পথ হারিয়ে ফেলে সে। গহীন এক বিপদসংকুল জঙ্গলে গিয়ে পৌঁছায়। এদিকে মেহরানের খোঁজে অস্থির হয়ে পড়ে তার মা। খবর পেয়ে বাবাও চলে আসে। এলাকাবাসী সবাই মিলে খুঁজতে থাকে মেহরানকে। জঙ্গলে হিংস্র প্রাণীদের ভয়ে লুকিয়ে রাত কাটায় মেহরান। পরদিন সকালে জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে। কিন্তু পথ খুঁজে পায় না সে। এক ভালুক ছানার সাথে খাতির জমে যায় তার। ঘন এই জঙ্গলের পথে পথে রয়েছে প্রাণী মারার ফাঁদ। যা পেতে রেখেছে এলাকার মানুষজনই। জঙ্গলে ঘুরতে ঘুরতে ফাঁদে পা পড়ে মারা যাওয়া প্রাণীদের দেখতে পায় মেহরান। এক দিন এক রাত খোঁজার পর মেহরান যে জঙ্গলে আছে সেখানে গিয়ে পৌঁছায় এলাকার লোকজন। এক সময় মেহরানকে পেয়েও যায় তারা। কিন্তু মেহরানের পেছনে দৌঁড়ে আসতে গিয়ে ফাঁদে পড়ে জঙ্গলে তার প্রিয় বন্ধু ভালূক ছানাটি। বাবা-মাকে ফিরে পাওয়ার আনন্দ ম্লান হয়ে যায় আহত প্রাণীটির দুর্দশা দেখে। ইরানি এই ছবিটি পরিচালনা করেছেন নাসের রেফাই। চিত্রনাট্যও তার লেখা।