জিন্দেগি না মিলেগি দোবারা (২০১১)
বন্ধুত্বের গল্প, যে বন্ধুত্ব টিকে থাকে সারা জীবন। স্কুলের তিন বন্ধু অর্জুন, কবির আর ইমরান। অর্জুন স্টক ব্রোকার, প্রচুর পয়সা কামাই করে, কিন্তু ব্যক্তি জীবনে ভীষণ একা। কবিরের ছোটবেলা থেকেই লেখালেখির ঝোঁক, কপিরাইটার হিসেবে কাজ করছে সে। আর ইমরান বাবার ব্যবসা সামলায়। ইমরানের বিয়ের আগে তিন বন্ধু বেরিয়ে পড়ে ইউরোপ ভ্রমণে। যেটা তারা প্ল্যান করেছিলো অনেক আগেই। এই ভ্রমণ তাদের বন্ধুত্বের ফাটলগুলো বন্ধ করে দিয়ে জীবনকে এক নতুন মোড় দেয়, তিনজনই খুঁজে পায় জীবনের নতুন মানে। জোয়া আখতারের নির্মাণ বরাবরই জীবনঘনিষ্ঠ। এই ছবিও তার ব্যতিক্রম নয়। মূল চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক রোশান, ফারহান আখতার, অভয় দেওল, ক্যাটরিনা কাইফ এবং কালকি কেকলিন।