টু উইমেন (১৯৬০)
দুই নারী। একজন মা, একজন মেয়ে। দুজন আটকে গেছে এক যুদ্ধের ভেতর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কাহিনী নিয়ে ইতালিয় পরিচালক ভিত্তোরিও ডি সিকা নির্মাণ করেন ছবিটি। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন বিখ্যাত অভিনেত্রী সোফিয়া লরেন।
হানাদার বাহিনীর হাত থেকে মেয়েকে রক্ষায় এক একাকী মায়ের সংগ্রাম দেখানো হয়েছে ছবিটিতে। আলবার্তো মোরাভিয়ার একই নামের উপন্যাস থেকে ছবির চিত্রনাট্য সাজানো হয়।
এই চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন সোফিয়া লরেন।