ড্রাইভ মাই কার (২০২১)
দুর্দান্ত একটা ছবি!
যেমন গল্প, তেমন অভিনয়। সিনেমাটোগ্রাফি, সাউন্ড সব ডিপার্টমেন্টেই সেরা ছবিটি। এ বছর অস্কারে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে পুরস্কার জিতেছে হারুকি মুরাকামির ছোটগল্প অবলম্বনে নির্মিত ছবিটি।
গল্পে অনেকগুলো স্তর রয়েছে। গুরুত্বপূর্ণ সবগুলো চরিত্রের ব্যাকগ্রাউন্ড খুব চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। বেশ কিছু দীর্ঘ সংলাপ রয়েছে। অভিনেতারা সেসব জায়গায় এত ভালো করেছেন যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়! কিছুটা ধীরগতির হলেও খুবই উপভোগ্য ছবি।
ড্রাইভ মাই কার ছবিতে চোখ জুড়ানো অনেকগুলো দৃশ্য রয়েছে। পুরা ছবিটাই আসলে একটা ভিজ্যুয়াল পোয়েট্রি।
সাউন্ড অসাধারণ, ৩ ঘণ্টার ছবির কোথাও কোনো শব্দ কানে লাগেনি। একদম স্মুথ। ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার পরিমিত। লোকেশন সাউন্ড খুবই চমৎকার। বিশেষ করে হাইওয়েতে যখন গাড়ি চলে তখনকার শব্দগুলো একদম বাস্তব মনে হয়েছে।
পোয়েট্রি এবং ফিলোসফির এক অপূর্ব ব্লেন্ডিং। এরকম ছবি বারবার দেখা যায়।