দৃশ্যম টু (২০২১)
থ্রিলার গল্প ভাবায় জিতু জোসেফের তুলনা নেই। আট বছর আগে ‘দৃশ্যম’ ছবি দিয়ে তিনি তা বুঝিয়ে দিয়েছিলেন। তুমুল জনপ্রিয় ছবি দৃশ্যমের সিক্যুয়াল দৃশ্যম টু। আগের ছবি যেখানে শেষ, এই ছবি সেখান থেকে শুরু। অনেকেই হয়তো ভেবেছিলেন জোসে আর তার পরিবার বুঝি শান্তিতে থাকতে পারবেন। মোটেও না। লাশ খুঁজে না পাওয়া পর্যন্ত পুলিশের ঘুম নেই। তাই তারা নানাভাবে নজর রাখতে শুরু করে পরিবারটির উপর। বলা যায় পুলিশি নজরদারিতে একরকম অতিষ্ঠ হয়ে ওঠে তারা। তারপরও লাশের কোন কূলকিনারা করতে পারে না পুলিশ। হঠাৎই মেঘ না চাইতেই বৃষ্টির মত আবির্ভাব হয় এক প্রত্যক্ষদর্শীর, যে জোসেকে লাশটা মাটি চাপা দিতে দেখেছে। সেখান থেকে এক কিশোরের লাশের কঙ্কাল উদ্ধারও হয়। কিন্তু তারপর? লাশটা কার? যদি সত্যিই সেই ছেলেটার হয় তাহলে জোসেকে বাঁচানো যাবে না।