দ্যা গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল (২০১৪)

পরিচালক ওয়েস অ্যান্ডারসনের ছবিগুলো খুব গোছানো হয় এবং তার নির্মাণশৈলীর বৈশিষ্ট্যতার কারণে দেখলেই বোঝা যায় এটা ওয়েস অ্যান্ডারসনের ছবি। দ্যা গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল ছবিটিও তেমনই এক ছবি। বরফে ঢাকা জুবরায়োকার সুন্দর, গোছানো, অভিজাত এক হোটেলের কাহিনী দেখানো হয়েছে ছবিতে। পুরোনো এবং ঐতিহ্যবাহী এই হোটেলের নানা গল্প বর্ণনা করেছেন একজন লেখক, যিনি একসময় হোটেলটির লবি বয় ছিলেন। তার বর্ণনায় উঠে এসেছে হোটেলের দক্ষ ম্যানেজার মসিঁয়ে গুস্তাভের কথা। হোটেলটি ঘিরে  নানারকম কাহিনীর উম্মোচন হতে থাকে ধীরে ধীরে। উঠে আসে যুদ্ধ, বন্ধুত্ব, লোভ এবং বিশ্বস্ততার গল্প। ছবির শিল্প নির্দেশনা অসাধারণ। চোখে লেগে থাকবে অনেকদিন। ৮৭তম অস্কারে ছবিটি নয়টি শাখায় মনোনয়ন পেয়েছিলো। আর জিতেছিলো চারটি বিভাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *