দ্যা ডেনিশ গার্ল (২০১৫)

দ্যা ডেনিশ গার্ল ছবিটার বিষয়বস্তু আসলে ঠিক বলে বোঝানো সম্ভব না। আপনি জন্মেছেন পুরুষ হয়ে কিন্তু ভেতরে ভেতরে অনুভব করছেন আপনি একজন নারী। এ ধরণের মনস্তাত্ত্বিক টানপোড়েনের জটিল এক দৃশ্যায়ন ছবিটি।

২০১৫ সালের এই ছবিটি নির্মিত হয়েছে ২০০০ সালের ফিকশনাল নোভেল ‘দ্যা ডেনিশ গার্ল’ অবলম্বনে। ছবির পরিচালক টম হুপার আর বইটি লিখেছিলেন ডেভিড য়েবারশ্রফ। ছবিটির কেন্দ্রীয় চরিত্র দুই ডেনিশ চিত্রশিল্পী লিলি এলবে ও গের্দা ওয়েগনার।

এলবে ছিলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি স্বেচ্ছায় সেক্স চেঞ্জ অপারেশনের জন্য রাজি হয়েছিলেন। সম্পূর্ণ পুরুষ থেকে একজন সম্পূর্ণ নারী হতে চেয়েছিলেন তিনি। সেই সার্জারি করাও হয়েছিল কিন্তু সফল হয়নি, মারা গিয়েছিলেন এলবে।

তার ভূমিকায় অভিনয় করেছেন এডি রেডমেইনে। ছবিটা দেখার শুধুমাত্র একটা কারণ যদি কেউ জানতে চায়, তাহলে সেটা হবে রেডমেইনের অভিনয়। অবশ্য ছবিটার বিরুদ্ধে অভিযোগ আছে অনেক ঘটনাই এখানে ঠিকমত তুলে ধরা হয়নি। তবে রেডমেইনের অভিনয় সব মহলে প্রশংসিত হয়েছে। অস্কারে সেরা অভিনেতার জন্য মনোনয়ন পেয়েছিলেন রেডমেইনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *