দ্য আউটলস (২০১৭)
ক্রাইম অ্যাকশন ঘরানার কোরিয়ান ছবিটি নির্মিত হয়েছে ২০০৪ সালের একটি সত্যি ঘটনা অবলম্বনে। কোরিয়ার রাজধানী সিউলে সে সময় ছোট ছোট অনেকগুলো গ্যাং হয়ে গিয়েছিলো। এসব গ্যাংয়ের বেশিরভাগই ছিল চীনা অভিবাসী। এদের অত্যাচারে স্থানীয় মানুষজন ছিল অতিষ্ঠ। চীন থেকে তিন গ্যাংস্টার এসে পরিস্থিতি আরো ঘোলাটে করে তোলে। অবশেষে পুলিশ সিদ্ধান্ত নেয় এসব গ্যাংকে ১০ দিনের মধ্যে নিশ্চিহ্ন করে ফেলার। ২৫ জন গ্যাংস্টারের তালিকা তৈরি করা হয়। কিন্তু এদের সবাইকে গ্রেপ্তার করাটা খুবই কঠিন ছিল। কারণ গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সবাই পালাবে। তাই সিদ্ধান্ত নেয়া হয় এক রাতের মধ্যেই সবাইকে গ্রেপ্তার করা হবে। সেই রাতে অভিযান চালিয়ে ৩০ জন গ্যাংস্টারকে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে চীন থেকে আসা ভয়ংকর তিন অপরাধীও ছিল। পুলিশের এই অভিযানে স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে সহায়তা করে। খবর দিয়ে এবং গ্যাংস্টারদের ছবি তুলে পুলিশকে জানায়। ফলে পুলিশ ১০ দিনের মধ্যে গ্যাংস্টারদের তালিকা তৈরি করে অভিযানে নেমে পড়তে পারে। ছবিতে অভিযানের নেতৃত্ব দেয়া পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন মা ডং-সেওক এবং চীনা গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন ইয়ন কে-স্যাং। ছবিটি পরিচালনা করেছেন কাং ইয়ুন-সুং।