দ্য উইকেন্ড অ্যাওয়ে (২০২২)
বেশ ভালো মার্ডার মিস্ট্রি। খুব বেশি জটিলতা নেই। শুরুর কয়েক মিনিটে প্রধান দুই চরিত্রের ব্যাকগ্রাউন্ড দেখিয়েছে। তারপরই ঢুকে গেছে মূল ঘটনায়।
মার্ডার মিস্ট্রিতে যা হয়, সবাইকেই সন্দেহ হয়। প্রত্যেকটা চরিত্রই রহস্যে ভরা। তবে শেষমেশ যাকে খুনি হিসেবে পুলিশ মেনে নেয়, দেখা গেল সে ছিল একেবারেই সন্দেহের বাইরে। কিন্তু ছবিটা যেন ছোট গল্পের মত শেষ হইয়াও হইলো না শেষ।
ঘটনার পেছনে আরো ঘটনা থেকে যায়। যখন মনে হবে সিনেমা শেষ, তখনই নতুন মোড়! সব মিলিয়ে ৯০ মিনিটের উপভোগ্য এক মিস্ট্রি ছবি। এই ছবির লোকেশনগুলো খুবই সুন্দর। ক্রোয়েশিয়ার প্রেমে পড়ে যাবেন এই ছবি দেখে।